পিকচার কথা (১-৫)
অচিন্ত্য সরকার
পিকচার কথা-৩০
অচিন্ত্য সরকার
গোধূলি আবীরে রঙিন হয়েছে আকাশ
প্রকৃতির বুক জুড়ে রামধনু আঁকিবুকি,
বধূয়ায় দু'গালে হোলি রঙের আলপনা
মনের আঙিনায় অস্থির প্রেমের খুনসুটি।
পিকচার কথা-২৯
অচিন্ত্য সরকার
মেলেছে পেখম ময়ূর মিলন পিয়াসে
আনন্দ লহরী বাজে দশদিক জুড়ে,
সহস্র লোচন মেলে চায় প্রিয়া পানে
অস্থির পুলকে তার অঙ্গ যায় পুড়ে।
পিকচার কথা ২৮
অচিন্ত্য সরকার
রাতের শহর জুড়ে আলোর রোশনাই
গলির আঁধার সব ছাপিয়ে নেয় বাঁক,
অদৃশ্য সুতো বাঁধা পুতুলের ছলাকলা
মৃত্যুর ঘূর্ণিপাকে জীবনের হাঁকডাক।
পিকচার কথা ২৭
অচিন্ত্য সরকার
ফুলে ভরা বনবীথি মায়াসুরে গায় গীতি
শীতের ফুলেল সাজে অপরূপা মোহিনী,
যতদূর চোখ যায় আলো ছায়া আল্পনা
এসো বসে কাছাকাছি জুড়াই প্রাণ খানি।
পিকচার কথা ২৬
অচিন্ত্য সরকার
আল্পনায়, ধাপে, দীপে, আলোর রোশনায়ে
ফল, ফুল, নৈবেদ্য, মিষ্টি, মোয়ার উপাচারে
ধনদাত্রী দেবী লক্ষ্মীর পুজোয় মেতে বলি
মাগো তুমি,অচলা থাকো, ডাকি শুদ্ধাচারে।
(বি. দ্র.) কবিতা ক্লাবের প্রকাশিত সংখ্যা শিরোনাম হিসেবে উল্লেখিত