পিকচার কথা (১১-১৫)
          অচিন্ত্য সরকার


পিকচার কথা -২০        
     অচিন্ত্য সরকার
বই মেলাতে,বই পড়াতে,কাজে আড্ডায় বই,
মনটা ভরে আড্ডা খেলেও পেটটা ভরে কই!
বৌ এর সাথে ক্যাচর ক্যাচর কারণ সেই  বই,
হাবভাবটা এমন করে,যেন সতীন তার বই।


পিকচার কথা-১৯
      অচিন্ত্য সরকার
  ধোঁয়ায় ঢেকেছে আকাশের নীল
চারিদিকে ইট,পাথর,লোহার কিলবিল,
দূষণ ছড়ায় বস্তু বিলাসের বাড়াবাড়ি
সবুজের শুদ্ধতা রোজ দিচ্ছে আড়ি।


পিকচার কথা ১৭
        অচিন্ত্য সরকার
বীজতলার ধান চারা,শরতে আত্মহারা
মেঘের ভেলার সাথে দোলাতে মাথা,
হেমন্তে ঘরে ওঠে,সোনা ধান নিয়ে ঠোঁটে,
কৃষকের বারমাস্যা সুখে দুঃখে গাঁথা।


পিকচার কথা ১৫
       অচিন্ত্য সরকার
তোমার ভাষায়,দেই হাতেখড়ি
আজও স্বরে ব্যঞ্জনে ধারাপাতে,
বিদ্যার সাগর,করুণার সাগর
গড়েছো বাংলা আপনার হাতে।


পিকচার কথা ১২
     অচিন্ত্য সরকার
এসো সবে হাতে হাত ধরে
গাছ লাগাই,জলাভূমি বাঁচাই,
সকল জীবের সুস্থ্য বাঁচার
বিশুদ্ধ সবুজ পৃথিবী চাই।

(বি. দ্র.) কবিতা ক্লাবের প্রকাশিত সংখ্যা
শিরোনাম হিসেবে উল্লেখিত