পেটুক বটুক
অচিন্ত্য সরকার
বটুক বাবু মানুষ ভালো
কিন্তু ভীষণ পেটুক,
পাত পেড়ে খেতে পারেন
ঘেটুকচু যাই জুটুক।
ভালো মন্দ হলে পরে
বেজায় তুষ্ট বটুক,
গলা অবধি খেয়ে নেন
বৌদি যতই চটুক।
ভোজ বাড়ি গেলে খান
মাংস তিন কেজি,
শরীর টা নাদুস যেমন,
মেজাজ টা তেজী।
গ্যাস অম্বল নেই কিছু
শব্দে ছাড়েন বায়ু,
পাড়া পড়শী বলে তার,
একশ' বছর আয়ু।