পায়ে বেড়ি
অচিন্ত্য সরকার
ভেবেছিলাম চাঁদে সিঁড়ি বানাবো
তারপর ওখান থেকে সহজেই,
স্বর্গে দেওয়া যাবে পাড়ি।
মাটিতে আর পা ই রাখবো না,
সবার সাথে করে দেবো আড়ি।
তিল তিল করে পয়সা জমিয়ে
ইট,বালি,সিমেন্ট,রড সহ
রকমারি সব করলাম যোগাড়।
মিস্ত্রীর পথ চেয়ে বসে আছি,
আজ কাল করে সময় হয়না আর।
তারপর একদিন গ্রহন লাগলো চাঁদে
দেখলাম কোথায় জ্যোৎস্নার মায়া,
যেন অবিকল কৃষ্ণকলির কালো ভ্রু।
সেই যে কি হলো আমার সেদিন,
করলাম পিছন ফিরে হাঁটা সুরু।
হাঁটতে হাঁটতে হাঁটতে সরষে ক্ষেত
আমবন,বাঁশবন সব ছাড়িয়ে,
দাঁড়ালাম কাজলা দীঘির কিনারায়।
কাছে ফোটা ফুল দু'টো দেখে সবে
নামবো জলে,দেখি বেড়ি আমার পায়!
ধরার জন্য বাড়াই হাত দু'টো জোরে
সরে সরে যায় শুধু যেন দূরে,
ধরা আর হয় না পৃথিবীরও সুখ।
দিন শেষে যখন হিসেব টা মেলাই,
চোঙাপোড়া ঢেঁকুরে ভরে যায় বুক।