প্রিয় বন্ধু,মনিহার,
অনেক দিন হলো গেছো শ্বশুর ঘর,
কেমন আছো জানতে চাইবো না।
জানি,বেশ ভালোই আছো তুমি,
মনের সাধে বেঁধেছো আপন ঘর
দু'পায়ে মাড়িয়ে বন্ধুত্বের পটভূমি।
বেশ তো ম্যানেজ করেছো হাকিমে
কোন কথাই জানতে দাওনি বরে,
শুধু বন্ধুকে করতে হয়েছে যা পর।
সে এমন কি কথা বলো,আজকাল
সবাই তো সুযোগ খুঁজতেই থাকে,
কখন আসবে আরও ভালো যোগ
বুঝে শুনে করে নেওয়া যাবে বেশ,
চাহিদা যোগানের নিখুঁত যোগ বিয়োগ।
বন্ধু যদি হয় সেকেলে ক্যাবলা হাঁদা
যা কিছু শোনে তাই সত্যি ভেবেই ধরে
তোমার মুখের টাইম পাশের কথা
সত্যি ভেবে তারাই কেবল তো মরে।
কথা সবাই বলে না সমান বিশ্বাসে
চতুর যারা মেলায় না মুখে আর মনে,
জেনেছি বেশ আজ দুঃখ সয়ে সয়ে।
যদি জানতাম,তোমার ছিল এমন মনে,
আপন স্বার্থে করেছিলে বন্ধু যেঁচে,
কাকে ঠোঁকরানো হৃদয় ভারে নুইয়ে
সপ্তডিঙার খোঁজ পেয়ে ভুলে গেছো
স্বপ্নবীজ প্রথম কে বুনেছিল ভুঁইয়ে।
জানতে পারিনি বানিজ্যে ছিলে পটু
হিসেবের খাতায় ভরে নিলে মুনাফা
বন্ধুর বুকে মেরে গেলে ছুরি বরাবর
হৃদয়ে যে তার আজও দগদগে ঘা।
বিশ্বাস যে করে যেই জানে একমাত্র
বিশ্বাস ভাঙার যন্ত্রনা হয় কতখানি,
যদি জানতাম,হৃদয়ের চেয়ে পকেট
দামীর কাছে,বন্ধু কতটা হবে দামী!
ভালো আছি,তোমরা ভালো থেকো,
চিঠি লিখো মাঝে মাঝে,বন্ধু মনিহার,
আজ আর নয়,এবার রাখি,....ইতি
তোমার বন্ধু, থার্ড পারসন সিঙ্গুলার।