পরমাণু (২২১-২৩০)
অচিন্ত্য সরকার
(২২১)
বিষ্ময়
মিথ্যে জগৎময়
মাঝে সত্য উঁকি দিলে
জাগে বিষ্ময়!
(২২২)
পুলক
কিছুটাক্ষণ ফুলেল সঙ্গে
পুলক জাগে অঙ্গে অঙ্গে।
(২২৩)
দখল
আলোর পথ থেকে বিচ্যুত হলে
পথ চলে যায় ছায়ার দখলে।
(২২৪)
তুষ্ট
লক্ষ্মী এলে ঘরে
তুষ্ট হয় বরে।
(২২৫)
ভয়
মিছিল মিটিং এ করোনা নয়
সংস্কৃতিতে যত ভয়!
(২২৬)
সতীন
মনে যদি থাকে সতীন
এক এক্কে হয় তিন।
(২২৭)
গরম
পকেট গরম যাদের
ইলিশ উৎসব তাদের।
(২২৮)
লন্ডভন্ড
সভ্যতার ফাঁক গলে উন্মুক্ত ব্রহ্মাণ্ড
পোষাকের সৌজন্যে সম্ভ্রম লন্ডভন্ড।
(২২৯)
কর্পূর
প্রয়োজনের প্রেম কর্পূর।
(২৩০)
মন
একঢোক মহালয়া তিনঢোক বিজ্ঞাপন,
পরমার্থে নয়,অর্থে মজেছে মন।