পরমাণু (২৬১-২৬৫)
অচিন্ত্য সরকার
২৬১) তীব্রতা
অচিন্ত্য সরকার
অনুভবের তীব্রতায়,
দুঃখ সুখ তীব্রতা পায়।
২৬২) পেখম
অচিন্ত্য সরকার
ভোট এলে আর ভোট গেলে
বিবেক বুদ্ধি পেখম মেলে।
২৬৩) ঋতু
অচিন্ত্য সরকার
ভোটের আগে ও পরের মাসে
রঙ বদলের ঋতু আসে।
২৬৪) পানসি
অচিন্ত্য সরকার
সময়ের বিক্ষুব্ধ তরঙ্গের সঙ্গে
জীবন-পানসি বয়ে যায় রঙ্গে।
২৬৫)প্রাপ্তি
অচিন্ত্য সরকার
বাস্তবের রূঢ়তায়,
আবেগী মানুষগুলোর
অবধারিত প্রাপ্তি কষ্ট।