পরমাণু (২০১-২১০)    
         অচিন্ত্য সরকার


   (২০১)
           সবাইকে 
রাজপুত্তুর কিংবা রাজা
যেতে হবে সবাইকেই 
ডাকলে রাজার রাজা। 

        (২০২)
      লুকোচুরি
সুখের আশার ফাঁদে 
জীবনের লুকোচুরি।

         (২০৩)
       জারিজুরি
কথার পিঠে কথার চাতুরী 
নেতা সাজার জারিজুরি।

           (২০৪) 
           অটল
ঝিনুকের বুকে মুক্তোর মতো,
সত্যকেও সাগরের ঢেউ টলাতে পারেনা। 

        (২০৫) 
      বিজ্ঞাপন 
বিজ্ঞাপনে নারী নারী
মন্দ ভালোর ঝকমারি।

       (২০৬)
      জ্বালা
ভোমর ফোটায় হুল
জ্বালায় মরে ফুল। 

          (২০৭)
         সেবা
সেবার বহর খুড়োর কলে
আম জনতার পেট জ্বলে। 

      (২০৮)
      ভোটকাল
শীতকালে শীত পড়ে
গ্রীষ্মকালে গরম,
ভোটকালের কুটকচালি
বড্ড বেশরম।

      (২০৯)
      বৃষ্টি
বইমেলাতে বৃষ্টি 
কলকাতার রাজপথে 
জলে ভাসে সৃষ্টি।

       (২১০)
         রঙ্গ
দাদা কিংবা দিদি সঙ্গ
ভোট কালের সেরা রঙ্গ।