পরমাণু (২৪১-২৫৫)
অচিন্ত্য সরকার
(২৪১)
মোহ
চাষী থাকে উপবাসী
ডিজিটালের মোহে বাঁচি।
(২৪২)
খাবার
খাবারটা হলে ডিজিটাল
পাল্টে যেত হালচাল।
(২৪৩)
মাত্রাবোধ
জ্ঞানীর মান কতখানি
বোঝে কি আর অজ্ঞানী!
(২৪৪)
সুস্থ
মান রাখার ছেড়ে ভ্রম
সুস্থ থাকতে কায়িক শ্রম।
(২৪৫)
উন্নতি
ভিক্ষা লাভে উন্নতি
আশা করে দুর্মতি।
(২৪৬)
আইন
রাজার দেশে হাজার আইন
প্রজায় ভাঙলে লাগে ফাইন।
(২৪৭)
অধরা
হাতের মুঠোয় দুনিয়া ধরা
মনের মানুষ তবু অধরা।
(২৪৮)
স্টেরয়েড
মিথ্যে প্রশংসা হলো
এক প্রকার স্টেরয়েড।
(২৪৯)
শ্রেষ্ঠ ধন
পেতে চাইলে শ্রেষ্ঠ ধনে
অকাতরে বিলাই জনে।
(২৫০)
আপনজন
না জাগলে অন্তরের জন,
বৃথাই খোঁজা আপনজন।
(২৫১)
ভাগ
সূর্য সবার মাথার উপর,
মাথা উঁচুর অনুপাতে
আলোর ভাগ।
(২৫২)
তেল দেওয়া
তেল দিতে যারা পটু
তাড়াতাড়ি ওঠে উঁচু।
(২৫৩)
দিগন্ত
অসীম আকাশকেও দিগন্তে
পৌঁছে মাথা নোয়াতে হয়।
(২৫৪)
চাষ
চাষে যদি থাকে প্রেম
ফসল ফলবে খাঁটি হেম।
(২৫৫)
ব্যর্থ
আসবে যখন ডাক তাঁর
ব্যর্থ সব ডাক্তার।