পরমাণু (২১১-২২০)
অচিন্ত্য সরকার
(২১১)
আমফান
আমফান কারো সর্বনাশ
কারো পৌষমাস।
(২১২)
মোয়া
আলোকবর্ষ দূরে পাশাপাশি শোয়া
প্রেমহীন দাম্পত্য মোয়া।
(২১৩)
বার্ধক্য
মৃত্যুকে শহনলীল করে তুলতে
বার্ধক্য অতি প্রয়োজনীয়।
(২১৪)
ফসল
মাটির গুণে উচ্ছে গাছে
আঙুর ফলে না।
(২১৫)
ভালো থাকা
একা ভালো থাকার চেষ্টা
ব্যর্থ প্রচেষ্টা।
(২১৬)
সংখ্যা
সংখ্যার জোর চোরকে
রাজা করতে পারে,সাধু নয়।
(২১৭)
শেষ হাসি
কুয়াশার গাড়ত্ব সাময়িক
শেষ হাসি সূর্যই হাসে।
(২১৮)
সৃষ্টি
অন্ধকারের সাথে সৃষ্টির
সম্পর্ক অতি নিবিড়।
(২১৯)
বন্ধুত্ব
মন আকাশ হলে
পাখির সাথে বন্ধুত্ব সম্ভব।
(২২০)
ভাবনা
ভাবনা ব্যক্তিত্বের রঙে রঙিন।