পরমাণু (২১-৩০)
অচিন্ত্য সরকার
(২১)ছাবাল
অচিন্ত্য সরকার
ছাবাল খুশিতে বাজায় ধামার,
বাপ মরলে সব আমার।
(২২)নামেই
অচিন্ত্য সরকার
মানুষ যদি নামেই হয়
বিশ্বাস তো হারাতে হয়।
(২৩)বীর
অচিন্ত্য সরকার
বীর ভোগ্যা বসুন্ধরা,
আর তো সব আধমরা।
(২৪)অহংকার
অচিন্ত্য সরকার
গভীরতম আন্ধকার
মুর্খের অহংকার।
(২৫)বুক
অচিন্ত্য সরকার
সব আইন সব ধর্ম
বুকে আঁটা,দিয়ে পাঁজর বর্ম।
(২৬)বৃথা
অচিন্ত্য সরকার
বুকে ভরে দুখ,
বৃথাই কোথায় খুঁজিস সুখ!
(২৭)ধর্ম কর্ম
অচিন্ত্য সরকার
কিসের এতো ধর্ম ধর্ম
নিষ্ঠায় চাই আপন কর্ম।
(২৮)পাপ
অচিন্ত্য সরকার
পাপ কয়লার মতো,
ধুয়ে ফেলার চেষ্টা বৃথা।
(২৯)ইনভেস্টমেন্ট
অচিন্ত্য সরকার
সেবার হিড়িকে প্রথম ধাপে,
ইনভেস্টমেন্ট জোটে ভোটে।
(৩০) মালী
অচিন্ত্য সরকার
হাততালি কী গালাগালি,
পরিচর্যা করবে মালী।