পরমাণু (৬১-৭০)
             অচিন্ত্য সরকার

(৬১) কানেকানে
                
বলছি কানে কানে
কেও যেন না জানে,
লক্ষ্মী এলো আমফানে।

      (৬২) গণতন্ত্র
          
হোটেলের ফটকে
  বিধায়ক গুম...
  গণতন্ত্রের ধুম।
    

   (৬৩)চোর

আইনের চোখে কালো পর্দা,
চোর ঘুমোয় খেয়ে জর্দা।
    
(৬৪) সীমানা

আকাশের বিশালতায় বিস্ময় কি,
     মন সে সীমাও ছাড়াতে পারে।
    

(৬৫) পাশবালিশ

কিসের এতো করিস নালিশ,
করোনা কর পাশবালিশ।

৬৫)কাম্য
          
ক্ষমতার ভারসাম্য
আসল কাম্য...
রবি,সাগর তোমরা
ফটোতেই প্রণম্য।
      
           (৬৬)পথ

আইন আইনের পথে চলে
ক্ষমতার ভ্রূকুটি ছলে বলে।।


              (৬৭) শর্টকাট

            জ্ঞানার্জনের কোন শর্টকাট নেই,
             পরীক্ষা পাশের থাকতে পারে।

       (৬৮)আঁধার

আঁধার যদি মনের হয়,
সব আলোই ব্যর্থ হয়।


        (৬৯)উচ্চারণ

ভালোবাসি শব্দটির সঠিক উচ্চারণে
বাকযন্ত্র ও হৃদয় দু'য়েরই প্রয়োজন।

       (৭০)অভাব

পেট ভরা থাকলেই
ভালোবাসার অভাব বেশী বোঝা যায়।