(৬)স্বাধীনতা
অচিন্ত্য সরকার
শ্রেষ্ঠ স্বাধীনতা
সশ্রদ্ধ সত্যাধীনতা।
(৭)অসুখ
অচিন্ত্য সরকার
সুখ চাই,সুখ...
এটাই মস্ত অসুখ।
(৮)মধ্যবিত্ত
অচিন্ত্য সরকার
মধ্যবিত্তরা চুম্বকের
উদাসীন অঞ্চল।
(৯)রক্ত
অচিন্ত্য সরকার
বড় মাছ ছোট মাছ খায়,
রক্ত লাগে রাজার গায়।
(১০)প্রশ্ন
অচিন্ত্য সরকার
রক্ত দিয়েছি,
স্বাধীনতা কি পেয়েছি?