পরমাণু (৯১-১০০)
   অচিন্ত্য সরকার

(৯১)উল্টে
কুকুর কামড়াতেই পারে.
উল্টে কামড়াতে কী মানুষ পারে?

            (৯২)পূণ্যি    
আলুর ছ্যাঁকা খায় কাটা বেগুণ
আমজনতা বেগুনী,
রামরাজত্বে পূণ্যি।

         (৯৩)ফল
গাছ কাঠুরিয়াকেও একই ফল দেয়।

          (৯8)কীর্তি
নেতার কীর্তি।              
হাসি পায় আনমনে,
জ্বলছে পিত্তি।

          (৯৫)মরণে
তোমার স্মরণে
হয়ত বা যাব একদিন
দেবদাসী মরণে।

         (৯৬)অনাসৃষ্টি
মা ভাসে জলে
আমাদের মুখে মিষ্টি,
এ অনাসৃষ্টি।

         (৯৭)ভন্ডামি
প্রেমের ভন্ডামি
রাতের দুঃস্বপ্নে পরগামিতা
জীবনটা দামী।

        (৯৮)সাড়া
হ্যাঁকছে কারা
মানুষ গুলোর আজ
পাইনে সাড়া।

       (৯৯)পাথর
ডাক্তারকে পাথর
লজ্জায় ঢাকি মুখ
করোনা কাতর।

      (১০০)প্রহসন
ধর্মের প্রহসন
করোনা ছুটছে দ্রুত
ভয়ার্ত প্রাণমন।