পরমাণু (১২১-১৩০)
অচিন্ত্য সরকার
(১২১)
মুখবন্ধ
ভাবনা ব্যক্তিত্বের মুখবন্ধ।
(১২২)
বাবুই পাখি
মনটা যদি বাবুই পাখি
মাটির ঘরও গুছিয়ে রাখি।
(১২৩)
গঙ্গাজল
প্রেম হলো সর্বশ্রেষ্ঠ গঙ্গাজল।
(১২৪)
দ্বন্দ্ব
কি যে চাই
কোনটা ঠিক
দ্বন্দ্ব দোলায়
মাথা বেঠিক।
(১২৫)
রটে
চেয়ের ঠেকে,পাড়ার রকে
খবর অখবর সবই রটে।
(১২৬)
ফাঁকি
শিক্ষককে দিয়ে ফাঁকি,
নিজের ফাঁকি নিজেই ডাকি।
(১২৭)
মানুষ
অসুরগুলো বেড়ায় দাপিয়ে
মানুষগুলো মরে টেনশন
আর পরীক্ষা নিয়ে।
(১২৮)
ঠগ
ঠগ অবিশ্বাস আর অভিজ্ঞতা
দু'টোই বাড়ায়।
(১২৯)
অসুর
অসুর করলেও স্বর্গ জয়
কখনও কি সে দেবতা হয়?
(১৩০)
গুজব
গুজব একটু বেশি রটে,
তবে সত্যের হাতেই অন্ত ঘটে।