(১৩১)
কাতুরে
শীত কাতুরে পৌষ কয়,
ফাগুন এলেই আমার ভয়।
(১৩২)
নিরাপত্তা
দুর্নীতিটা নিজেই নিয়ম হলে,
মাছও নিরাপদ নয় জলে।
(১৩৩)
অবলা
অবলা নয় আধুনিকা
মুখ দেখে খেয়োনা ধোকা।
(১৩৪)
মন
মন রহস্যের আঁধার
বিচার করা মস্ত ধাঁধার।
(১৩৫)
সুরাসুর
মনের অলিগলি পথে
সুরাসুর একসাথে।
(১৩৬)
অসুখ
শৈশব যত হারায়,
অসুখটা শক্তি বাড়ায়।
(১৩৭)
যুদ্ধ
নীরবেই যুদ্ধ ঘটে,
খবরে মিথ্যে রটে।
(১৩৮)
ফাগুন
মনে পুষে আগুন
ঘোষে মেজে ফাগুন।
(১৩৯)
হেম
আবেগের প্রাবল্যে
ফেলে আসা হেম
কিশোর প্রেম।
(১৪০)
প্রেমিকা
সন্তান পেলে
প্রেমিকা মা হয়ে যায়।