পরমাণু (১০১-১১০)
অচিন্ত্য সরকার
(১০১)হারলে
মুখোশের আড়ালে
ঢাকতে কি পারলে
জন্তুর শ্বাস?
চিরতরে হারলে!
(১০২)মান
কিছুমাত্র নেই যার মান,
নির্ভয়ে করে অন্যের অপমান।
(১০৩)অস্থির
কর্ম কালে না হয়ে ধীর
ফলের নেশায় মন অস্থির।
(১০৪)বন্ধ ঝাপ
পাহাড়ে চড়ে খাঁদে ঝাঁপ,
হৃদয় পুরের বন্ধ ঝাপ।
(১০৫)সুখ
দিলটা খোলা পাগলা ভোলা,
সুখ কুড়িয়ে ভরছে ঝোলা।
(১০৬) জীবন
জীবনটা চিত্রকরের পট নয়,
রঙ একক ইচ্ছাতে হবার নয়।
(১০৭) পড়শী
রাণী চলে পালকি দোলায়,
পাড়া পড়শীর গা গোলায়।
(১০৮)আপেক্ষিক
ভালো ব্যাপারটাই আপেক্ষিক
দেশ কালে পাল্টায় ঠিক বেঠিক।
(১০৯)পটল
ষাট টাকা কেজি পটল,
চাষি তবু তোলে পটল!
(১১০)বাহুবলী
বইয়ের পাতায় আইন ভরা
বাহুবলীর মুঠোয় ধরা।