পরমাণু(৪১-৫০)
অচিন্ত্য সরকার
(৪১)
ভোটের দেশ
ভোটের দেশে করি বাস
ছাল বাঁচাতে পরি আঁশ।
(৪২)
কংস
পৃথিবীটা করে ধ্বংস
চাঁদে চললেন মামা কংস।
(৪৩)
লড়াই
বাস্তবের চড়াই উৎরাই
মনের সাথে নিত্য লড়াই।
(৪৪)
গুলিয়ে যায়
ভন্ড চলে বুক ফুলিয়ে,
আসল নকল যায় গুলিয়ে।
(৪৫)
উলুবন
সমাজ হলে শিক্ষাহীন
উলুবনে মুক্তোর মত
জ্ঞানী কদরহীন।
(৪৬)
শুদ্ধ প্রেম
শুদ্ধ প্রেমের ছোঁয়ায়
সব দোষ ধুয়ে যায়।
(৪৭)
জিলিপি
মনটা হলে জিলিপি
খুলে খাই পানের খিলি।
(৪৮)
ঘোড়ার ডিম
পূজো হয়েছে প্রতিযোগিতা
উৎসব আর থীম
শ্রদ্ধাভক্তি ঘোড়ার ডিম।
(৪৯)
অমানুষ
মানুষ হারালে হুশ
পশুকে ছাপিয়ে হয় অমানুষ।
(৫০)
বুড়োশিব
চাপিয়ে মাথায়
সোনার বেলপাতা
বুড়োশিবের ঘুরেছে মাথা।