পরমাণু (১৮১-১৯০)
অচিন্ত্য সরকার
(১৮১)
প্রবেশদ্বার
শরীর মনের প্রবেশদ্বার,
না মন শরীরের?
(১৮২)
দ্বন্দ্ব
দ্বন্দ্বের মধ্যে মিলন থাকলে
মিলনের মধ্যেও দ্বন্দ্ব থাকবে।
(১৮৩)
হাততালি
রাজা বলে সূর্য ওঠে রাতে
স্তাবকরা তালি দেয় হাতে।
(১৮৪)
দুর্দিন
দুর্দিন হলো হাতে কলমে
জীবনবোধ শেখার পরীক্ষাগার।
(১৮৫)
শিল্প
শিল্প হাতের আগে মনে সৃষ্টি হয়।
(১৮৬)
মৃত্যুঞ্জয়ী
হারিয়ে মৃত্যুকে আপনার কাজে,
রাজার প্রস্থান মৃত্যুঞ্জয়ী সাজে।
(১৮৭)
সংস্কার
টাকাতে সংস্কার কেনা দায়
মিশে না থাকলে মননের গায়।
(১৮৮)
গরীবী
গরীবী করলে মনে বাস
রাজ প্রাসাদেও পোরে না আশ।
(১৮৯)
চাষা
জলে রোদে ভিজে পুড়ে
খাবার যোগায় পৃথিবী জুড়ে।
(১৯০)
গতিপথ
সভ্যতার অগ্রগতি দেখে
মনে হয় তা চক্রাকার।