পরমাণু (৪১-৫০)
অচিন্ত্য সরকার
(৪১) হিসেব
অচিন্ত্য সরকার
প্রেমের হালখাতায়
চুলচেরা হিসেব মিলে যায়।
(৪২)কাঁদে মন
অচিন্ত্য সরকার
মজে তোমাতে
আছি অনুক্ষণ,
বাইশে শ্রাবণ
তবু,কাঁদে মন।
(৪৩) দুঃখ
অচিন্ত্য সরকার
দুঃখ পেয়েছি,এখনও পাই,
বিবেকটা পুরোপুরি মরেনি তাই।
(৪৪)ছাপ্পা
অচিন্ত্য সরকার
টাকার ওম পেয়ে কবিতা ফোটে,
নেতা হওয়া যেমন ছাপ্পা ভোটে।
(৪৫)ক্লাস
অচিন্ত্য সরকার
কবিতা লেখার ক্লাস
সোনার কাঁচের গ্লাস।
(৪৬) পর
অচিন্ত্য সরকার
পারলে ধামা ধর
নাহলে তুই পর...
পচে মর।
(৪৭) ভয়
অচিন্ত্য সরকার
সৎকেও তো বাঁচতে হয়
তারও থাকে মরার ভয়।
(৪৮)ভক্ষক
অচিন্ত্য সরকার
মাটি নরম হলে
জলও ভক্ষক।
(৪৯) নীতি
অচিন্ত্য সরকার
রাজনীতিটা রাজার নীতি
যদি না থাকে দুর্নীতি।
(৫০) বিতর্ক
অচিন্ত্য সরকার
শিল্পের মূল্য যখন
বিছানার উষ্ণতায় জোটে,
তখন বিতর্ক ওঠে।