(১১)চাই
অচিন্ত্য সরকার
হৃদয় বুঝতে হৃদয় চাই
এক সুরে তার বাঁধা চাই।
(১২) অনুকরণ
অচিন্ত্য সরকার
করলে অন্ধ অনুকরণ
তোমার তুমির হবে মরণ।
(১৩) লন্ডভন্ড
অচিন্ত্য সরকার
মহাজ্ঞানী বিজ্ঞানী,হাতে মহাশক্তিদন্ড,
মাকে ডিঙতে গিয়ে
সবটা লন্ডভন্ড।
(১৪)লক্ষ্য
অচিন্ত্য সরকার
লক্ষ্য ভোট
বাঁধে জোট
পাকায় ঘোঁট
পরমার্থ নোট।
(১৫)ত্রাণ
অচিন্ত্য সরকার
আমফানের ত্রাণ
মধুর সে আঘ্রান
ঘরে তুলতে আপ্রাণ।
(১৬) ফানুস
অচিন্ত্য সরকার
কিসের মানুষ!
নামেই ফানুস,
পেট,পকেটে
আটকে হুশ।
(১৭)খাঁটি
অচিন্ত্য সরকার
খাঁটি সোনায় গয়না হয়না
খাঁটি মানুষে সংসার হয় না।
(১৮) বোধ
অচিন্ত্য সরকার
মূল্যবোধ কর্তব্যবোধ
থাকলে আজ নির্বোধ।
(১৯)খুশি
অচিন্ত্য সরকার
গুরুদেবের সাধের গড়ে,
যে যার খুশি ভাঙে গড়ে।
(২০) নোবেল
অচিন্ত্য সরকার
কেও নোবেল লাভ করে,
কেও তা চুরি করে।