পরমাণু (৮১-৯০)
অচিন্ত্য সরকার
(৮১)চালুনী
কিছু মানুষ চালুনীর মতো
সবাইকে ছ্যাঁকাই তাদের মোটো।
(৮২)ভাবনা
ভুত ভবিষ্যৎ অস্পষ্ট
তবু তাদের ভাবনা
বর্তমান কে ছাড়েনা।
(৮৩)মূর্খতা
জগতের একটা পরমাণুকেও
সরিয়ে সাজানোর চেষ্টাই মূর্খতা।
(৮৪)পটু
অজ্ঞানীরাই দ্রুত পরামর্শ দিতে পটু।
(৮৫)ভোট-ফল
ভোট-ফল সততা কিংবা উৎকৃষ্টতার শংসাপত্র নয়, সংখ্যা গরিষ্ঠের জয়।
(৮৬)ষড়যন্ত্র
যত তন্ত্র,তত ষড়যন্ত্র ।
(৮৬)শিরোনাম
শিরোনাম পেতে অতি উত্তম
কিংবা অতি অধম হতে হয়।
(৮৭)অজ্ঞতা
অজ্ঞতা শান্তির সহায়ক।
(৮৮)হজমশক্তি
খাবার যার পর্যাপ্ত আছে,
তার হজমশক্তি দুর্বল।
(৮৯)অভাব
ধনীর টাকার অভাব নেই,
গরীবের ঘুমের অভাব নেই।
(৯০)অপর্যাপ্ত
ঈশ্বরের বিচার যথার্থ।
না বুঝলে,তোমার বুদ্ধি অপর্যাপ্ত।