পঞ্চবান (১৩-১৬)
      অচিন্ত্য সরকার
      

১৩. লুকোচুরি
          অচিন্ত্য সরকার

থমকে যাওয়া সময়ের অস্থির ব্যগ্রতায়
বলাকার সাথে ডানা মেলেছি স্বপ্নের।
চলেছি পেরিয়ে সাগর পাহাড় মরুভূমি
দেখেছি আলোর মেলায় লুকোচুরি খেলে
আকাশ সাগরের সঙ্গমে রত বেলাভূমি।


                ১৪. ভরিয়ে
                    অচিন্ত্য সরকার

না ডাকতেই পাবে ব্যাকুল আগ্রহে
তোমার প্রেমের তরে মাতাল দুর্বার,
উচ্ছ্বল আনন্দে মেতে উষ্ণতা নিয়ে
চির অতৃপ্ত আকুল তোমার বিরহে
শরীর মন সব দেবো ভরিয়ে।

            
              ১৫. বিদ্যুৎ
              অচিন্ত্য সরকার

বিদ্যুৎ জীবন প্রবাহ,সভ্যতার চালক,
বিদ্যুৎ শক্তিতে সচল প্রতিদিন,প্রতিক্ষণ,
বিলাসের নয় শুধু জীবনের প্রয়োজন
জীবন থমকে যাই ক্ষণিকের আভাবে
বিদ্যুতের অপচয় কমানো চাই এখন।


        ১৬.মহাজ্ঞানী
               অচিন্ত্য সরকার

জীবনের ইঁদুরদৌড়ে প্রতিক্ষণ সময় কমে
অবশিষ্ট টুকুও পদ্মপাতার অস্থির নির,
মোহে আবিষ্ট মূঢ় অহংকার ছোটে,
দিক্বিদিক জ্ঞানশূণ্য আমার আমার রবে
অন্তরে অমৃতের খোঁজে মহাজ্ঞানী ধীর।