পঞ্চবান(১-৪)
অচিন্ত্য সরকার
১. দীর্ঘশ্বাস
অচিন্ত্য সরকার
ভেবেছিলাম আসবে কাছে এক দিন
রেখেছিলাম দরজা খুলে মনের ঘরে।
উত্তরে হাওয়ায় উড়ে এলো দীর্ঘশ্বাস,
তাকেও আপন করলাম তোমার মত
সে দিব্যি আছে,ভালোবেসে আমারে।
২. সাজ
অচিন্ত্য সরকার
আকাশের বুক জুড়ে রঙের খেলা
মেঘের তুলিতে আঁকা কত আল্পনা
ঋতুদের ডানায় ডানায় রঙের বদল
সূর্যের খেয়ালে মেনে আলো আঁধারি
ফুলেল পোশাকে সেজে গাছ বাহারি।
৩. সুখ
অচিন্ত্য সরকার
খেলে লুকোচুরি খেলা জীবন ভোর
দূর থেকেই দেখি চিরকাঙ্খিত তারে
থেকে অধরা কেবলই দেয় হাতছানি
নদীর ওপারেই থাকে হয়ে অভিমানী
তার আশার ফাঁদে জীবনের কানাকানি।
৪.উঁচু মাথা
অচিন্ত্য সরকার
ঠাকুরে ঠাকুরে দ্বন্দ্ব লেগেছে বেশ
ক্ষমতা দূষণে বাতাসে বারুদ ধোঁয়া,
সব ঠাকুর ধোয়া তুলসী পাতা
পতাকা উড়িয়ে স্বর্গ রথে চড়ে
চাকার নীচে পেষে উঁচু মাথা।