পঞ্চবান (৯-১২)
অচিন্ত্য সরকার
৯.আতঙ্ক
অচিন্ত্য সরকার
মাঝরাতে ঘুম ভাঙায় দুঃস্বপ্ন অশনি
হৃদয় দুমড়ে কাঁদে নীরবে প্রবোধহীন
পরবাসে গেল বুঝি বিরহিণী প্রিয়া,
আমার একান্ত ভরসা আজকে পর
আতঙ্কে চমকে ওঠে ব্যাকুলিত হিয়া।
১০. স্রোতের টান
অচিন্ত্য সরকার
ফুলের কুড়িরা সব আতঙ্কে তাকায়,
পাপড়ি মেলবে কিনা দূষণ জরায়!
পৃথিবী কাতর মানুষে মানুষে ঘৃণায়
দুর্নীতির উদ্দাম গীতি মুনাফা কামায়
স্রোতের টানে ক'জন মাথা ঘামায়!
১১.ভালোবাসা
অচিন্ত্য সরকার
দূষণ,যন্ত্রণায় জর্জরিত আধমরা জীবন
নিরাশার অন্তঃপুরে আটকে শুভ আশা,
চলতিপথে হালকা প্রশ্নের হালকা উত্তরে
কষ্ট-গেলা হাসির ঝিলিকে বলে ফেলা
'ভালো আছি'র মতোই হয়েছে ভালোবাসা।
১২.রক্তচক্ষু
অচিন্ত্য সরকার
হাওয়ায়,জলে,মাটিতে,অফিসে,পার্টিতে
বাজারে,খাবারে,চালে,চলনে,ব্যবহারে
শিক্ষায়,দীক্ষায়,ভাষায়,ভাবনায়,অভিক্ষায়
দূষণের রক্তচক্ষু ফিরে ফিরে চায়
সভ্যতা বর মাগে আদিমের পায়।