পঞ্চবান(৫-৮)
          অচিন্ত্য সরকার

৫.শুভেচ্ছা বার্তা
                  অচিন্ত্য সরকার

কাছে দূরের সকল প্রিয় বন্ধুরা,
খুব ভালো থেকো সবাই তোমরা
নববর্ষ আনুক সুখ,শান্তি,সমৃদ্ধি
স্বাস্থ্যে,সম্পদে হোক সবার শ্রীবৃদ্ধি
মানবতার বন্ধনে জুড়ে হোক হৃদ্ধি।


           ৬. ঝলসা কাঠ
               অচিন্ত্য সরকার

বুকের উষ্ণতা খুঁজে খুঁজে পথভ্রান্ত
গনগনে আগুনে পুড়ে ঝলসা কাঠ।
উষ্ণতার মোহ আজও পাবে অন্তরে,
ঝলসানো শরীর পেরিয়ে খোঁজ যদি
হৃদয়ের গভীরে যত্নে রাখা কোঠরে।

                ৭.শুদ্ধ ডাক
                    অচিন্ত্য সরকার

তোমার ডাক সততার বিশুদ্ধতা ছুঁয়ে
জলধীর গভীরে শুক্তির বুকে মুক্তো
আহরণের দক্ষতা সঠিক রপ্ত করে,
পরিপূর্ণ একাগ্রতায় পৌঁছে যাবে যখন
মিলন অনিবার্য তখন প্রেমের মন্দিরে।


        ৮.ঝকমারি
           অচিন্ত্য সরকার

ফ্লাট বাড়ি, মস্ত গাড়ি বাড়াবাড়ি
বাজার ভর্তি শরীর,মন ছাড়াছাড়ি  
মন্দির,মসজিদ,গীর্জা ধর্মের রেষারেষি
ভয়,ভোট,জোট,নোট,মারামারি
সত্যি প্রেম পাওয়া বড্ড ঝকমারি।