পক্ষপাতিত্ব
                      অচিন্ত্য সরকার

নিজের অযোগ্য ছেলের ভাত কাপড়ের
যোগান দিতে,আপন অহংবোধের পুষ্টি
সাধনে,মানিব্যাগের ওজন বাড়াতে কিংবা
বন্ধ চেম্বারে একটু অবৈধ উষ্ণতা পেতে,
পক্ষপাতিত্ব দেখানো আজকাল জাতে
উঠেছে-‘এসব এখন হয়েই থাকে’এমন
অভিধায় ভূষিত করে আমরা একপ্রকার  
নির্বিকার গা-বাঁচানো সুখ অনুভব করি।

কিন্তু পক্ষপাতিত্ব যখন বিদেশি ব্যাঙ্কের
রেপো রেট মাথায় রেখে হয়,যখন যোগ্যতা
কে পঙ্গু বলে প্রতিযোগিতার লাইন থেকে
বাদ দিয়ে দেয়,সত্য কে দুর্বল ভেবে টুটি
চেপে ধরে,সুন্দর কে কলঙ্কিত অপবাদে
আটকে রাখে ঘরে,প্রতিভার অপমানে তা
সামাজিক সুস্থতার ভারসাম্য নষ্ট করে।
এরা মানবতার দূরারোগ্য পঙ্গুত্ব সৃষ্টিকারী,
অন্যের নায্য জীবন অধিকার হননকারী
গুপ্ত ঘাতকের সমান অপরাধে অপরাধী।