পেসমেকার
        অচিন্ত্য সরকার

তোমার তো চাই থলে ভর্তি বাজার,
বাড়ি,হাড়ি,শাড়ি,মেকাপ
আর গা ভর্তি গয়না।
তুমি কি  জানো আমি কি লিখি,
কেনো লিখি,কেমন লিখি?
জানতেও চাও না।

কাজের মেয়ের কাছে কল তলায়
তুমি জেনে নাও খবর,
গ্রাম পাড়া ও শহরের।
তোমার লাগে না বই পড়া,
আমার লেখাও চাও না
বুঝতে,কবিতা কিংবা ছড়া।

তুমি বেশ আছো তুষ্ট পুষ্ট দু'বেলা
আহারে,সাজে,কাজে,অকাজে
দায়িত্ব,কর্তব্য,অনুভব
আমল দাওনি কিচ্ছু ওসব।
টেনশন ঘেঁসে না কাছে
ঘুমের দেশ শান্ত নীরব।

কবিরা তাড়ায় বনের মোষ অকাজে
তোমরা ভাব,খাট,আর
চকচকে তুষ্টি কেন মলে।
জীবনটা উৎসব আপন ঘরে
পুষিয়ে নেওয়া নিজের ভাগ
সোজা বাঁকা আঙুলে ছলেবলে।

সময়ের বাস্তবতায় হৃদয় হয়েছে রুগ্ন
পেসমেকারের ওয়ারেন্টি
বেড়েছে বহুগুন বেগে,
হৃদয়ের কারবারে ভাঁটা
বিষন্নতার অস্থিরতা নিয়ে
শুধু পিছন ফিরে হাঁটা।

কবির স্বপ্ন কাটে দূষণের বিষাক্ত কীট
অস্থির কবি ঘুমহীন রাতে
খুঁজে ফেরে বিশ্বাস,ভরসা
পেসমেকারের প্রকোষ্ঠে।
চুম্বনে ভালোবাসা মরে রোজ
বিষমাখা শরীরী ওষ্ঠে।