তোমার হঠাৎ খাওয়া ডিগবাজী
যেন রাতারাতি হওয়া নোটবন্দী।
হৃদয়ে সযত্নে লালিত অতীত যত,
আজ যেন সব গভীর ক্ষত আর
ছাই ভস্ম মাখা চাতুরি-ফন্দি।
আমি আছি,তুমি আছো,আছে
ঠিকঠাক সবই -শরীর,পাপ,তাপ;
রোজ সকালে বাজার আসে,পাতে পড়ে
সুক্তো,ভাজা,ঝাল,ঝোল;অভাব কেবল
বুকে বুকে সঞ্চালিত সেই উত্তাপ!
অন্তর গহনে ক্ষুব্ধ কালবৈশাখী
শীতল হয়ে যায় যত উষ্ণ বন্ধন;
আনন্দ উচ্ছ্বাস যত হয় সুনামি
বারেক মনে হয়,পাথর বুকে দেই
ঠোঁটে এঁকে, ওথেলোর শেষ চুম্বন।