নত করি শির
অচিন্ত্য সরকার
জগৎ জুড়ে আছে যত জ্ঞানী গুণী জন
নিজ নিজ কর্মে গুণে জিতে সবার মন
আলোকিত করে রাখে এই বিশ্ব ভূবন
সবাই তোমার ছায়ায় লালিত।
রাষ্ট্রের প্রধান কিংবা মন্ত্রী,শান্ত্রীর প্রধান
জ্ঞান,গরিমা,শৌর্যে যাঁরা পাহাড় প্রমান
বিশ্ব জুড়ে শোনা যায় যাঁদেরই গুনগান
সবাই তো তোমার পায়ে নত।
বিজ্ঞানী,ইঞ্জিনিয়ার বা উকিল মোক্তার
আমলা,পুলিশ কিংবা মস্ত হও ডাক্তার
দেশ বিদেশে যতই থাক নাম ডাক তার
সবাই তারা তোমারই নবীশ।
আপন অমূল্য সম্পদ দিয়েছো সবারে
মালী হয়ে ফুল ফুটিয়েছো নানা বাহারে
বিশ্ব জনতা আজ তাই বরণ করছে তারে
তোমার কাছে ঋণী গুরুদক্ষিণায়।
মহীরুহের শিকড়সম তুমি,হে শিক্ষাগুরু,
কাজ করো অজান্তে,আকাশে ওঠে তরু
তোমার হাতেই সকল কীর্তিমানের শুরু
শ্রদ্ধায় নত করি শির তোমার পায়।