নখের গরাদ
         অচিন্ত্য সরকার
      
বিষাক্ত থাবার মধ্যে আটকে পড়েছি।
বিষ মাখা তীক্ষ্ণ নখগলো ঘিরে চারদিক।
থাবার মাঝখানের নরম জায়গা টুকুতে,
কোনক্রমে গুটিয়ে আছি।নড়তে চাইলে,
নখের আঁচড়ে,ক্ষত হয় সারা শরীরে।

নখের বিষে বিষে পচন ধরে দেহে মনে।
শরীরে বাঁচার টানে তবু আবার লুকাই।
নখিনী মাংসাশী দাঁত খিঁচিয়ে বলে,সুখে
থাকতে ভুতে কিলোয়!গুটিয়ে থাকবি,
কথা বলবি মেপে,মেরে ফেলবো চেপে।

ভালবাসার পোষ্টার বুকে সেঁটে এসেছিল।
কত কথা বলেছিল,হেলে দুলে,বাঁধন এঁটে।
পোষ্টারে আঁকা হৃদপিন্ডটা সর্বস্ব দিয়ে
কিনলাম।ভিখারী হতে না হতেই দেখি,
পোষ্টার উধাও,সাথে আমার আসলটাও।

নখের বিষ গরাদে পিষ্ট হয়ে মনে হয়,
রাহু সূর্যের চেয়ে শক্তিশালী!আকাশের
রামধনু হাতছানি দেয়।তোমরা দূর থেকে
ঈর্ষা করো সুরক্ষিত সুখ দেখে।আঙুলের
ফাঁক গলে মুক্তি খুঁজি,মৃত্যুর রঙ মেখে।