নাগর দোলা
অচিন্ত্য সরকার
স্মৃতিরা সব ঘুমিয়ে থাকুক
কান্না চেপে গোপন বুকে;
সাগর-চিল সুখে উডুক
ঝর্ণা ধারার মাতাল বুকে।
বুকে আঁধার খাদ চেপে
জোছনা ঢালে রাতের চাঁদে;
আলোক ভরা হাজার তারা
দূর আকাশে থেকে কাঁদে।
গঙ্গা ফড়িং স্বপ্নরা সব
ডিগবাজি খায় রাতে দিনে;
সুযোগ বুঝে রাঘব বোয়াল
প্রেমটাকে নিচ্ছে কিনে।
সুখ পাখিটা বন্ধি খাঁচায়
টিয়া-ঠোঁটে কটু লঙ্কা;
ইথার জুড়ে প্রেম বন্যা
হাত বাড়ালে নব-ডঙ্কা।
ঘূর্ণি পাকের নাগর দোলায়
উথাল পাতাল ক্ষণকাল;
পলাশ ফুটুক তোমার দেশে
আমি কাটাই রাত্রি কাল।
রেসের মাঠে ছুটছে ঘোড়া
বসতে-মানা এগিয়ে চলা;
শেষ ঠিকানা শ্মশান ভুমে
মিথ্যে সকল ছলা-কলা ।