নবীন খুড়ো
অচিন্ত্য সরকার
শেষ বয়সে নবীন খুড়ো
বিষয় আশয় ছাড়ি,
খুড়ির সাথে কণ্ঠি বদল
তীর্থে দিলেন পাড়ি।
ঠাকুর সেবা,গুরু ভজন
চলছিল বেশ সুখে,
হঠাৎ করে অরুচি রোগ
ধরল খুড়োর মুখে।
অনেক ভেবে খুড়ি বোঝে
পাঁঠার ঝোল চাই,
আমিষ খাবার তীর্থ ভুমে
কেমন করে পাই!
রাতের বেলা খুড়ো খুড়ি
বাড়ি ফিরে আসে,
ছেলের ঘরে বৌমা তখন
মুখটি টিপে হাসে।