নবান্ন
অচিন্ত্য সরকার

মাঠ ভরা সোনার ধান,নিকানো উঠান,
নিত্যসঙ্গী অভাব ভুলে,চাষী গায় গান।
সকাল-সাঁজে শিউলী ঝোলে খেজুর গাছে,
নতুন গুড়ের মৌ সুবাসে,গুনগুনিয়ে
মৌ-ভোমরা ঘোরে আশেপাশে।চাষীবৌ-এর
ব্যস্ত দিন,ঢেঁকির তালে তা ধিন ধিন ,
চালের গুড়োয় বাউনি ঘেরা সাঁজের বেলা;
কাঁচতে পোড়া,পাটিচ্যাপ্টা-পিঠে পুলির
কাজ যে মেলা।শ্বশুর,দেওর,ননদ,নন্দাই
স্বাদে-গন্ধে সবার মন টি ভরা যে চাই।
আজ নবান্নে নতুন ধান্যে ভরবে বাড়ি
আনন্দ গানে।ও সখিলো,আয় না সবাই
ভুলে সকল,দুঃখ-জ্বরা-ব্যাধির বালাই।