মুখোশী ঢঙ
অচিন্ত্য সরকার
সোজা করে তাকানো আজকে বারণ
জটিল ভাবনা জালে আবদ্ধ জীবন,
মিথ্যেটা সাজিয়ে বলাই মর্ডান ট্রেন্ড
সোজা পথে বড় একা,নেই তো ফ্রেন্ড।
মাটি থেকে জন্ম,মাটিতে শেষ শয়ন
মাঝ পথে মাটিতে পা সম্পূর্ণ বারণ,
মেকাপে লেপে দেওয়া আপনার রঙ
নিজেকে লুকাতে চলে মুখোশী ঢঙ।
চলা বলা সব কিছু রোজকার কাজে
মুখ আর মুখোশের লুকোচুরি সাজে।
মুখেরা লুকিয়ে পড়ে অবলা অসহায়
ছলা কলার বিপননে সরলতা হারায়।
পকেটের প্রলোভনে জীবনকে খোঁজা,
সুখপাখি মুখোশে হারায় যায়না বোঝা।