মুখোশ টা
অচিন্ত্য সরকার
মুখোশ টা খসে পড়ে যখন তখন
কাজে অকাজে সামান্য ঝটকায়,
কুৎসিত সব মুখগুলো ধরা দেয়
স্বার্থ চিট চিটে আপন মত্ততায়।
মুখোশ টা পড়ে থাকে জঞ্জালে
মাড়িয়ে এগিয়ে চলে কুটিল মুখ,
কাগজ কুড়ানি বস্তায় ভরে নেয়
কিনতে একবেলা আধপেটা সুখ।
মুখোশ টা ছিল তবু চোখের লজ্জা
চোখে আর চামড়া নেই একটাও,
রাজা উলঙ্গ হয় মোহে নয়,স্বাভাবে
কাপড় খোঁজার নেই কোন চেষ্টাও।
নিষ্ঠুর মুখ গুলো বেআব্রু সব
নেই কোন মুখোশের রাখ ঢাক,
দেখে দেখে সয়ে গেছে চোখ কান
আমরাও শিখেছি তোষামদি তাক।