মুখিয়ে থাকে
অচিন্ত্য সরকার
শকুন যেমন মুখিয়ে থাকে
কখন পড়বে মড়া,
উদর টারে ভরাট করে
সুরটা করবে চড়া।
সবাই যেন মুখিয়ে থাকে
কখন হবে ধর্ষণ
সার জলে ভোটের জমি
করে নেবে কর্ষণ।
সবাই যেন মুখিয়ে থাকে
কখন হবে খুন,
আসন দু'টো বেড়ে যাবে
দিতে পারলে নুন।
সবাই যেন মুখিয়ে থাকে
কখন ঘটে অঘটন,
টিআরপি টা বাড়িয়ে নিতে
আসবে শুভ ক্ষণ।
সবাই যেন মুখিয়ে থাকে
কখন পাবো ফুটো,
ল্যাঙ মেরে পাশের টারে
গুছিয়ে নেবো দু'টো।