মৃত্যুরা আসে
অচিন্ত্য সরকার
মৃত্যুরা আসে ক্ষণে অক্ষণে আকাশের নীল ছিঁড়ে, হরবোলা কোলাহল ঠেলে, নিয়ে চলে যায়,ধূসর নীরব এক মোহনায়।রাজার অহং,ভিখারীর ক্ষিদে, মধ্যের মান দোটানা,সব যায় মিটে মূহুর্তের ছলনায়।আশার তারার মেলা,রঙিন স্বপ্নের কিলবিল, অসুধের বড়িগুলো লাল,সাদা,সবুজ,নীল অভিমানে পড়ে থাকে এক কোণে বিষন্ন বেদনায়। চোখের দু'ফোঁটা জল,গঙ্গার দু'ফোঁটা বিশুদ্ধতার রুটিনে,সব ছাপ মুছে ফেলে নির্ভুল দিন গুনে,ফিরে আসে বাজারের ব্যস্ততায়। দিন যায় দিন আসে,জন্মের ছায়াপথে,আবার ফিরে আসে জীবনের মোহপাশে, নিশ্চত মৃত্যু,জরা ব্যধির চেনা বাস্তবতায়।