মৃত্যুহীন
অচিন্ত্য সরকার
ওরা মরে গেছে,ওরা আর নেই,কে বলে এ কথা,
কে আছে,কে নেই,তা কি চোখেই শুধু যায় দেখা?
চোখ যদি করো বন্ধ,
পাও কি ফুলের গন্ধ?
ফুলের মতো জীবন যাঁর,না থেকেও তাঁর থাকা।
মরেছেন রবি কোন সে কালে,নেই কি তিনি আর?
মুক্তো চোখে দেখতে না পেলে মিথ্যে কি পারাবার?
অন্তরে রাখে মুক্তো সুক্তি
জীবন দিয়েই তার মুক্তি,
জীবনের তরে জীবন বিলালে মৃত্যু কি করে তার!
ফাঁসির মঞ্চে জীবনের গান গায় যাঁরা প্রতিদিন,
ধুপের মতো গন্ধ বিলায় মানুষেরে যাঁরা নিশিদিন,
মৃত্যু নিজে তাদেরই ডরে
মরেও যাঁরা কভু না মরে,
শরীর খসে,তবু তাঁরা থাকে চিরদিন অমলিন।
দেশ সেবায় ও মানব সেবায় যাঁরা করে প্রাণ দান
তারাই বোঝে জীবনের অর্থ,বোঝে জীবনের মান।
মরেও তাই অমর তাঁরা
সময় স্রোতে হয়না হারা,
সভ্যতা বুকে ধরে রাখে,তাঁদেরই অমর জয়গান।