পাটিগণিতের লাভ-ক্ষতি
বীজগণিতের অভেদ-বিভেদ
মন এসবের তোয়াক্কা করে না।
মন যখন কষ্টে দুমড়ে যায়,
মাথা তখন প্রশ্ন করে,’’কার জন্য
কষ্ট পাও?কারণ ই বা কি?’’
উত্তর ’শূণ্য’ জানা থাকলেও
মন সে অঙ্ক মেলাতে পারেনা।
মাথা অঙ্ক করে, মন নয়;
মনের কান্না-হাসি সূত্র মানেনা।
মন আমাকে চালিত করে তাই
এই কষ্টই আমার বিলাসিতা;
তুমি মাথা দিয়ে ভালবাসা খুঁজেছো,
তাই,এ কষ্টের স্বাদ তোমার অজানা।