মন মানে না
অচিন্ত্য সরকার
কতদিন দেখিনে সবুজ কুড়িদের মুখ,
হাজার ক্লান্তির মাঝে,যারা আনে সুখ,
বাঁধ-ভাঙা কথা ঝরা,কচি কোমল মুখ,
কিছু যে ভালো লাগে না।
প্রাণে ভরপুর জীবনের রঙিন কোলাজ,
একই পোশাকে,আলাদা আলাদা সাজ,
কত না অজুহাত,হয়নি যে বাড়ির কাজ,
তোরা ছাড়া সময় কাটে না।
উৎসুক চোখে ভরা,কতশত কৌতুহল,
কোরোর দুষ্টু মুখে,উঁকি মারে নানা ছল,
ছুটির ঘন্টা বাজলে,একত্রে কোলাহল,
কতদিন কানে বাজে না।
পেট ব্যথা,মাথা ব্যথা,কত সব অজুহাত,
অষুধ খাওয়ার ভয়ে,নিমিষে কুপোকাত,
একগাল হেসে,ভুলে যায় ব্যাথা আঘাত,
বহুদিন আর দেখি না।
হুল্লোড়,কোলাহল,পদে পদে নানা ভুল,
খেলার মাঠ জুড়ে,মাঝে মাঝে হুলস্থুল,
এরই মাঝে অজান্তে,কুড়ি থেকে ফুল,
মালীর খুশী বাধ মানে না।
পথ চেয়ে বসে মালী,আয় ফিরে কাননে,
ভয় ভুলে,ব্যাধি ভুলে,সুস্থ সময়ের গানে,
তোদের অভাব কত ,মালির প্রাণ জানে,
আর যে মন মানে না।