মিসিংলিঙ্ক
অচিন্ত্য সরকার
হাজারও অর্থহীন কোলাহল আর অচেনা ভীড়
থেকে বহু দূরে, অনেক কষ্টে পাওয়া একাকীত্বে
আজও তোমার লেখা চিঠি, কাঁপা হাতে খুলে পড়ি;
জলছবি ভাসে, তোমার শরীরে এলো করে পরা
প্রথম শাড়ি, চোখের ঈশারার অভিমানী চাতুরি,
অজুহাত ছলনায়,অর্থহীন বায়নায় দেখাটা জরুরি।
গোলাপের পাপড়ি গুলো আজও শুকিয়ে আছে
চিঠির মলিন কাগজের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে;
মনে হয় ভালোবাসার জীবাশ্ম গুলো মিসিংলিঙ্ক
খুঁজে ফেরে, রোজ নামতার একঘেঁয়ে অকাজে।