যাঁর মেরুদন্ড টা সোজা আছে
তাঁর হাত ধরতে না পারো
ভাঙার জন্য অস্ত্র ধরো না।
সে তো একবারই মরবে,তুমি-
আর এক বার বেশি মরো না।
যে কয়েকটা মাত্র মানুষ এখনও
আকাশটাকে উঁচু করে ধরে আছে;
তাঁদের পিঠে যদি মারো বিষ-ছুরি
তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে
ভোঁ-কাট্টা হবে তোমার প্রমোদ ঘুড়ি।
সহস্রবার তোমার শবদেহ বইবে কারা!
যারা মেরুদন্ডহীন,পারবে কি তারা?
তোমাদের শবদেহে বিষাক্ত কীটানু হবে,
দুর্গন্ধে শ্বাসরুদ্ধ হবে সমগ্র ধরা।