মাতৃস্নেহ
  অচিন্ত্য সরকার

মায়ের স্নেহ দেখ না চেয়ে
মা পাখিটার দিকে;
কত না যত্নে বাচ্চা গুলোকে
রেখেছে ডানার নিচে।

কত না যত্নে, কত না স্নেহে
বাচ্চা গুলোকে পালে;
চার দিক থেকে খাবার এনে
দেয় শাবকের গালে।

সেই তাঁর ধন, সেই তাঁর প্রান
  সেই যেন তাঁর সাধনা;
যুগে যুগে যত মহান মানব
  করেছেন মা-আরাধনা।

জগতে সেই করুণার প্রতীক
স্নেহ প্রেম নিবেদিতা;
সব ভালোবাসা তাঁর মাঝে দিয়ে
গড়েছেন বিশ্বপিতা।

(আমার ছোটবেলার লেখা)