মাটির সখা
অচিন্ত্য সরকার
শিকড়টা কে উপড়ে ফেলে
আকাশ পানে ছিটকে উঠা,
মেঘের ডানায় ভর দিয়ে
ময়ুর পাখা মাথায় নিয়ে
যক্ষ পুরীর স্বপ্ন সখা।
কোন নিষেধ শুনবে না আজ
মনের ভুমে রামধনু তাজ
বৃথাই শুধু তোমায় বকা।
শিকড় রস শুকিয়ে শেষে
ফিরবে যখন আপন দেশে,
ভাঙা ডানায় উষ্ণ বুকে
চাতক চখা মিলন সুখে
পথের শেষে বসে আজও
ফেলে যাওয়া মাটির সখা।