মশাল
            অচিন্ত্য সরকার

রাত জেগে যে তারারা পাশে থাকে
শীতের কুয়াশা হিম সয়ে সারারাত,
সকালে সূর্যের আলোর রোশনায়ে
তারা আর কোথাও চোখে পড়েনা।

রোদের উত্তাপ গা'য় মেখে ভুলে যাই
রাতের আঁধারে অথৈ আকাশ গাঙে,
পথ দেখিয়েছিলো মিটিমিটি ইশারায়
মেঘের পর্দা ঠেলে তারার জোনাকি।

চাঁদের অভাব বুঝতে দেয়নি সেদিন
রাহুর গ্রাসে যে দিন বিসন্ন কলাবতী
সব রূপ ত্যাগ করে করাল অন্ধকার,
দূর তারাই পাঠালো আলো সংকেত।

জোছনার মায়া আর রোদ্দুর উত্তাপ
অমাবস্যা রাতে বেকার তো হয় সব,
দূরের আকাশে থেকে বন্ধু ধ্রুবতারা
আলোর মশালে পাঠায় মৌন ঈশারা।