মার্গদর্শী
            অচিন্ত্য সরকার

লাল লালের মত করে স্বাধীনতা দেখে
সবুজ সবুজের মত,গেরুয়া গেরুয়ার।
আর সাদা,সে বেচারী যেন মস্ত গাধা,
যে যার মনের রং কখনও ছিটিয়ে,
কখনও লেপ্টে দেয়,নিরীহ গায়ে তার,
না মাখলে,ভয় দেখায় দেখে নেবার।

সাদার কাছে স্বাধীনতাটা ঘষা কাঁচ।
বাঘের গলার হাড় সারস ছাড়াতে পারে,
কিন্তু  সারসের গলায় বিঁধলে সব শেষ।
তেমনি গলায় অশোক চক্র বিঁধে সাদা,
রঙের ফাঁদে আটকে করছে হাঁসফাঁস,
অথচ রঙেরা রামধনু হয়ে আছে বেশ।

রঙের কব্জায় মুক্তি হারায় আপন স্বাদ।
সবুজের অপার উদ্যম,গেরুয়ার ত্যাগ
সবই অর্থহীন,একপেশে বালাই হয়ে ওঠে।
লাল সাম্যের হিসেব ভুলে,অর্থ-সিঁড়ি বেয়ে,
এক্কেবারে অনর্থের মগডালে গিয়ে ওঠে,
সাদার সততা যদি থেকে যায় বাদ।

সাদার বুকে আছে সত্যিকার প্রগতিচক্র
তেরঙ্গার সাদা কে সক্রিয় করা চাই,
গাধা ভেবে নয়,চাই মার্গদর্শী দাদার সমাদর।
তবেই সুমুখে গতিশীল হবে আশোকচক্র।
সব রঙও উজ্জ্বল হবে,ঘুচে যাবে খাইখাই
স্বাধীনতার ফসলে ভরে উঠবে সব ঘর।