মানব বন্ধন
অচিন্ত্য সরকার
এসো সবাই
হাতে হাত রেখে
একই শপথ করি,
আসুক ঝড়
আসুক বিপদ যত
এক সাথে লড়ি।
বাতাস জুড়ে
দূষণ বিষের শ্বাস
শত্রু লুকিয়ে আস্তিনে,
এর মাঝেই
চলতে হবে পথ
নতুন দিনের সন্ধানে।
হাহুতাশ করে
দোষ খুঁজে ফিরে
দায় যাবেনা সারা
আলস্য ফেলে
আস্থায় ভর করে
চাইযে লড়াই করা।
সহজ নয়
চোরা স্রোতে চলা
হওয়া চাই সৈনিক
আস্থা বিশ্বাস
ফেরাতে হবে সব
দেখাতে সঠিক দিক।
একাজ একার
নয় তো কারোও
সকলের শুভ চেষ্টা,
ব্যর্থ করবে
মানুষের জয়গানে
দানবের অপচেষ্টা।
মানব বন্ধন
যদি হয় মজবুত
পালাবে তবে শয়তান,
সুস্থ মানুষ
জোট বাঁধলে তবে
মানুষের হবে জয়গান।