লিমেরিক[২১-২৪]
                           অচিন্ত্য সরকার

                       [২১]
আধ-পাঁঠাতে ভরেছে জগৎ,মূল্য পায়না খুদি ভগৎ
জগৎ জুড়ে উড়ছে খিস্তি,মান সন্মান কামায় নগদ;
ট্রেন,বাস আর বাজার জুড়ে
খিস্তি খেউর আর নগদ উড়ে
নগদ-ঘুর্ণির ছল-চাতুরি,খিস্তি রোয়াব-মত্ত জগৎ ।


       [২২]
ছাগল দেব না গরু দেব, মরছে ভেবে দেশবাসী
কিস্তিমাতের ধান্দা খুঁজে,দেব দেবী দেন মুচকি হাসি,
ভাগ বাটরার হরির লুটে
যাচাই কিসের নে না লুটে
অক্কা পেলে মক্কা না পাই, বেঁচে থাকতে একটু হাসি।

        [২৩]
ওরে হনু,জাত কি রে তোর?লেজে কেনো আগুন?
মুসলিম কিংবা দলিত! ভাবিস নারে, নেই অগুণ।
যেটাই হবি পাবিরে কোটা
ভাতাও আছে বেশ মোটা;
তোর জাতের গুণে, নেতার দেশে আসবে ফাগুন।


      [২৪]
বেশ তো ছিলে লক্ষ্মী হয়ে,কেন আবার করো দুষ্টমি;
নাদুস বাসার খোঁজ পেলে তো ফুড়ুৎ তুমি টুনটুনি।
প্রেম থাকুক সব ফেসবুকে
লক্ষ্মী থাকো পকেট সুখে,
আমার সময় বেশ তো কাটে, টুনির মার গান শুনি।