[১৩]
মটু বৌদি হচ্ছে ছিলিম,আহার কাটছাঁটে
অষ্টাদশী আসছে ফিরে,চলন ঠাঁটে বাঁটে
দাদার বাড়ছে রক্তের চাপ
পড়শি ছোকরার হাব-ভাব
নিন্দুকেরা ভাবছে,কবে হাঁড়ি ভাঙবে হাটে।


     [১৪]
হয় তো হই নেতা ,না হয় কোন ভাই
হাতের কাছে সবই পাব,যখন যা চাই,
থাকবে না মিস্ত্রী জ্বালা
পিছনে থাকবে চ্যালা
দিনে রাত,রাতে দিন ইচ্ছা মত পাই।


                     [১৫]
যৌবন খানা থাকার আগে ফুলটুসি এক চাই
ভাবছে খুড়ো সাঁজ সকাল,কেমন করে পাই;
ঘর জুড়ে রয় বুড়ি মাগী
দেখতে যেন আসামী দাগী
বাছুর দোওয়া বুড়ি গাই,মেটেনা খুড়োর খাঁই।


      [১৬]
ফ্লাট বাড়িতে ফিটফাট,দাদাবাবু আর মেমসাপ
এমন ঘরে খায়না মানান গরীব বুড়ো মা-বাপ;
মরলে তবে জুড়োয় জ্বালা
ব্যাকডেটেড সব হাবা কালা
মুচকি হেসে দেয়াল ঘড়িটা,সময় টাকে রাখছে মাপ।